• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

৫ কোটি টাকার আইস উদ্ধার  


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৮:৪০ পিএম
৫ কোটি টাকার আইস উদ্ধার  

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ কোটি ৩৮ লাখ টাকার (১ কেজি ৭৬ গ্রাম) ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। 

মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় নুর কবির নামের একজনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল শেখ খালিদ।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, টেকনাফ উপজেলার ঝিমংখালী এলাকার নুর কবিরের মাছের ঘেরে মাদকের বড় একটি চালান মজুদ করে রাখা হয়েছে এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল মঙ্গলবার ভোররাতে অভিযান চালায়। এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১ কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।

Link copied!